Assessor & Trainer Level-4

বাংলাদেশ সরকার বর্তমানে কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছে কারণ সাধারন শিক্ষায় শিক্ষিত হয়ে বেকার সংখ্যা বেড়েই যাচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই|

(১) Competency-based training and assessment দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ এবং মূল্যায়ন

Competency Based Training is training that is designed to allow a learner to demonstrate their ability to do something. • This may be to make a coffee, create a brochure, lead a tour or deal with a difficult customer

দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ হল এমন প্রশিক্ষণ যা একজন শিক্ষার্থীকে তাদের কিছু করার ক্ষমতা প্রদর্শন করার অনুমতি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। • এটি হতে পারে একটি কফি তৈরি করা, একটি ব্রোশার তৈরি করা, একটি সফরের নেতৃত্ব দেওয়া বা একটি কঠিন গ্রাহকের সাথে চুক্তি করা ইত্যাদি।

(২) ASSESSOR কি?

Assessor হচ্ছেন পরিক্ষক/ মূল্যায়নকারী।

 যারা Govt. Institute – National Skill Development Autority (NSDA) and Bangladesh Technical Education Board (BTEB) এর Skill Level পরীক্ষাগুলো মূল্যায়ন করে একজন ছাত্রকে competent ( উওীর্ণ) সার্টিফাইড করে।

সার্টিফিকেট প্রদান করার জন্য এসেসরের মাধ্যমে মূল্যায়ন করে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।

যাকে আমরা দক্ষকর্মী বলে থাকি। এটি পরিপূর্ণ সরকারী সার্টিফিকেট পেয়ে থাকেন একজন ছাত্র।

(3) Bangladesh National Qualifications Framework (BNQF) সম্পর্কে আপনাকে জানতে হবে-

NSC- National Skill certificate অল্প শিক্ষিত বা প্রি-স্কুল হয়েও একজন শিক্ষার্থী National Skill certificate পেতে পারে নিজ দক্ষতার মাধ্যমে যেখানে লেভেল 6 মানে ডিপ্লোমা ইন্জি. সমমান দক্ষতা মূল্যায়ন।

National Technical & Vocational Qualifications Framework (NTVQF)

(৪) কিভাবে  Assessor হবেন?

আপনিও একজন Assessor হতে পারবেন, যদি কোন বিষয়ে আপনি Skill Level- 1 Competent (উত্তীর্ণ) হয়ে থাকেন তাহলে আপনি Level-4 (Assessor Part) এ অংশগ্রহণ করে Assessor হতে পারবেন।

এর জন্য আপনাকে কমপক্ষে ৬ দিন ট্রেনিং করতে হবে, তারপর আপনাকে  Assessment দিয়ে Competent (উত্তীর্ণ) হতে হবে।

তাহলেই আপনি একজন Assessor এবং আপনাকে  জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় / Bangladesh Technical Education Board (BTEB) বোর্ড Assessor হিসেবে পাঠাবে ঐ দিনের জন্য ( আপনাকে 5000- 10000/- সম্মানী প্রদান করবে)।

Competency Based Training & Assessment (CBT&A). Level- 4 এর মোট 12 টি Module আছে Assessor Part এর জন্য 4/5 টি।

আর যারা Trainer হতে চান তাদের বাকী ৭ টি Module সম্পন্ন করার জন্য আবার ৯ দিনের ট্রেনিং সম্পন্ন করে আবার Assessment দিতে হয় এবং উত্তীর্ণ হতে পারলে আপনি একজন ট্রেইনার।

(৫) কতো টাকা খরচ হয়?– Level-1, Level-2, Level-3 এগুলো কিছু দিন আগেও STEP Project এর মাধ্যমে ফ্রি হয়েছে এবং যারা সম্পন্ন করেছে তাদেরকে তারা ভাতাও দিয়েছে, তবে নিজে প্রায় ৩৫০০ টাকা খরচ করে প্রত্যেকটি Level সম্পন্ন করতে হয়।

(৬) Assessor Part এর জন্য 5000- 6০০০

(৭) ট্রেইনার 8000-10000 হাজার টাকা খরচ করতে হয়।

Bangladesh National Qualifications Framework (BNQF) সম্পর্কে আপনাকে জানতে হবে- পিডিএফ ডাউনলোড করে নিতে ক্লিক করুন— 1

Bangladesh National Qualifications Framework (BNQF) সম্পর্কে আপনাকে জানতে হবে- পিডিএফ ডাউনলোড করে নিতে ক্লিক করুন— 2

We will provide lifetime support for successful CBT&A Professionals from our end

You can pay on.

Reassessment fee = 3000, Time = 3 days
Assessor course fee = 4500 with registration fee = 7days
Trainer course fee = 4500 with registration fee = 7days
Assessor & Trainer course fee =7000 with registration fee = 14days

Regards,

Md. Mohsin Alam, Master Trainer

PGDIT, University of Dhaka. Master’s in Information Technology, Jahangirnagar University

Chairman, Asia Innovation Technology.

Qw – 1 to 12
Qn – 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *